“নবীর শিক্ষা, করোনা ভিক্ষা” ও “ভিক্ষাবৃত্তি ছাড়ি, দিন বদলের চেষ্টা করি” স্লোগান নিয়ে গতকাল সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্ম্কর্তা-কমর্চারী, ইউনিয়ন পরিষদ, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, শিশু কানন বিদ্যা নিকেতন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আরডিআরএস, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা স্কাউট, কিশোর-কিশোরী ক্লাবের নেতৃবৃন্দসহ সকলস্তরের মানুষ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস