কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
রুপকল্প-২০২১ ও এস. ডি. জি-২০৩০ বাস্তবায়নে এবং দেশকে বেকারমুক্ত করে সমৃদ্ধ স্বাবলম্বি করার অঙ্গীকার নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির নিমিত্তে উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ এর তত্বাবধানে এলজিএসপি-৩ এর আওতায় কিশোরগঞ্জ উপজেলার অর্ন্তগত কিশোরগঞ্জ সদর ইউনিয়নে “মানব সম্পদ উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স”-এর আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত ফরমে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। অথবা অফিস চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোঃ মাহফুজুর রহমান, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী, (০১৯৫৯২৬৩০৮৪) নম্বরে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করারে জন্য আহবান করা যাচ্ছে। আবেদনে শেষ তারিখ ০৩.১০.২০১৯ খ্রিঃ । বিশেষ দ্রঃ গত ব্যাচে যারা অংশগ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস