আইসিটি অধিদপ্তরের আওতায় 'হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)' প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।(প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ: অক্টোবর, ২০২৩ ইং)।
কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ব্যাচে মোট ১৮৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষায়(লিখিত/ভাইভা/ কম্পিউটার টেস্ট অথবা উভয়) উত্তীর্ণ হতে হবে।
কিশোরগঞ্জ উপজেলায় পরিচালিত প্রশিক্ষণের কোর্সসমূহ -
(১) IT Service Provider (ISP) - এর ২০ জন করে ৪ টি ব্যাচে মোট ৮০ জন।
(২) Graphics Design (GD)-এর ২০ জন করে ২টি ব্যাচে মোট ৪০ জন।
(৩) Web Development (WD)-এর ১টি ব্যাচে মোট ২০ জন।
(৪) Digital Marketing (DM)-এর ১টি ব্যাচে মোট ২০ জন। এবং
(৫) Women E-commerce Professional (WEP)-এর ১টি ব্যাচে মোট ২৫ জন।
উপরোক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারীরা নিম্নোক্ত লিংক থেকে বিস্তারিত তথ্য পাবেন। রেজিষ্ট্রেশন করার জন্য নির্দিষ্ট কোর্সে ক্লিক করে পরবর্তী ধাপসমূহ অনুসরণ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস